ব্রেকিং নিউজ
গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকদের প্রাপ্য সব ধরনের সুরক্ষা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী খুলনার দাকোপের কালাবগী এলাকায় ভয়াবহ নদী ভাঙন সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর গর্ত থেকে ২ ভাইয়ের মরদেহ উদ্ধার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট, খুলনা জেলার প্রতিনিধি সভা অনুষ্ঠিত সাঁথিয়ায় সাঁতার প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্টিত কোনো শিক্ষার্থীই পাস করেনি ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২/৩/২০২৩ ২:০০:৩৫ PM

ভোগান্তি দূর করতে , ঈদযাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে

কাউন্টারে যাত্রীদের ভোগান্তি দূর করতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার (২১ মার্চ) রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে ‘ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা’ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে এবার যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে সংস্থাটি। ঈদ উপলক্ষে ১০ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।

কাউন্টারে যাত্রীদের ভোগান্তি দূর করতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ মঙ্গলবার (২১ মার্চ) রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে ‘ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা’ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে এবার যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে সংস্থাটি। ঈদ উপলক্ষে ১০ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রায় শতভাগ অনলাইন টিকিট বিক্রির প্রক্রিয়াটি সফলভাবে বাস্তবায়ন হলে আগামী ১ মে থেকে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হতে পারে।

রেলভবনে অনুষ্ঠিত ‘ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা’ সংক্রান্ত সভা সূত্রে জানা গেছে, ২২ এপ্রিল ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে ঈদের ট্রেন পরিচালনা করা হবে। ৭ এপ্রিল বিক্রি করা হবে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। একইভাবে ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল বিক্রি করা হবে যথাক্রমে ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের অগ্রিম টিকিট। ঈদের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কাউন্টার থেকে শুধু স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট দেয়া হবে যাত্রীদের।

বাংলাদেশ রেলওয়ের একজন কর্মকর্তা নিউজ টেনকে জানিয়েছেন, যাত্রীদের এ ভোগান্তির বিষয়টি আমলে নিয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার অন্তত ৩০টি এলাকায় অগ্রিম টিকিট বিক্রির কাউন্টার খোলার পরামর্শ দিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। এর বিপরীতে রেলওয়ে প্রস্তাব দেয়, ঈদযাত্রার সব টিকিট অনলাইনে বিক্রির। পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের যৌথ সম্মতিতে এবার ঈদের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

সভায় শুধু ঈদযাত্রা নয়, স্থায়ীভাবে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির বিষয়ে আলোচনা হয়েছে বলে সভার একটি সূত্র জানিয়েছে। এক্ষেত্রে ঈদযাত্রার সময়টিকে পরীক্ষামূলকভাবে দেখতে চান রেলের কর্মকর্তারা। এতে যদি সফলতা আসে, তাহলে আগামী ১ মে থেকে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন তারা।

যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী। তিনি বণিক বার্তাকে বলেন, আসন্ন ঈদুল ফিতরের সব টিকিট আমরা অনলাইনে বিক্রির পরিকল্পনা করছি। বিষয়টি নিয়ে আমরা কাজও শুরু করে দিয়েছি। তবে স্থায়ীভাবে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

ঈদযাত্রার সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্তটিকে ইতিবাচক হিসেবেই দেখতে চান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বিষয়টি সম্পর্কে তিনি নিউজ টেনকে বলেন, ‘বিষয়টিকে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই। তবে তার ভেতরে উদ্দেশ্যটা কি, তা পরিষ্কার করা দরকার। আমরা অতীতে যেটা দেখেছি, কাউন্টার থেকে এক ঘণ্টার মধ্যেই সব টিকিট উধাও হয়ে যায়। এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আবার অনলাইনেও টিকিট কালোবাজারির একটি সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয় দূর করতে না পারলে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সুফল সাধারণ যাত্রীরা পাবে না বলে মনে করেন তিনি।